এই সম্পর্কে সরকার কর্তৃক ঘোষিত এলাকা একটি থানার অন্তর্গত হইবে।পুলিশ থানা হইতেছে তদন্ত কার্যের ইউনিট। কোন কোন থানার অধীনে পুলিশ ফাঁড়িও পুলিশ ক্যাম্পআছে। কিন্তু সেইগুলি তদন্তকার্যের কেন্দ্র নহে। 1.Thine শব্দ থেকে Thanaশব্দের উৎপত্তি। শাব্দিক অর্থে থানা হচ্ছে সুনির্দিষ্ট এলাকা যেখানে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে. সরকার কর্তৃক আদিষ্ট হয়ে প্রশাসন পরিচালনা করে। ঢাকা থেকে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ হাইওয়ে রোডে বাস যোগে মেইন রোডের উপরে উপজেলা পরিষদ আর উপজেলা পরিষদ থেকে পূর্ব দিকে ব্রীজ সংলগ্ন নরসুন্দা নদী সংলগ্ন নান্দাইল মডেল থানা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস