Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৬ আগস্ট, ২০১৭ - ময়মনসিংহ জেলার একটি উপজেলা হল নান্দাইল। . ১৮ জানুয়ারি ১৯১২ সালে নান্দাইল থানা প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহ শহর থেকে ৪৬ কি.মি দূরে অবস্থিত নান্দাইল. উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর ১৯৮২। অবস্থান- ২৪.৫৬৬৭ ডিগ্রি উত্তর এবং ৯০.৬৮৩৩ ডিগ্রি পূর্বে। উত্তরে ঈশ্বরগঞ্জ, দক্ষিণে কিশোরগঞ্জ ও হোসেনপুর, পূর্বে. কেন্দুয়া ও তাড়াইল এবং পশ্চিমে ত্রিশাল ও গঁফরগাও উপজেলা. বেষ্টিত। নান্দাইলের উল্লেখযোগ্য নদী পুরাতন ব্রহ্মপুত্র ও নরসুন্দা। বিলের মধ্যে তালার বিল, জিল্লা বিল, হামাই বিল,. আড়ালিয়া বিল, বলদা বিল, বাপাইল ও টংগী বিল. উল্লেখযোগ্য। আয়তন- ৩২৬.১৩ স্কয়ার কি.মি. উপজেলা- ১টি (আয়তন- ১৩.০৫ স্কয়ার কি.মি). ওয়ার্ড- ০৯ টি. মহল্লা- ২০ টি. ইউনিয়ন- ১২ টি.

সাধারণ তথ্যাদি

জেলা   ময়মনসিংহ
উপজেলা   নান্দাইল
সীমানা   উত্তরে ঈশ্বরগঞ্জ উপজেলা, পূর্বে তাড়াইল উপজেলা, দক্ষিণে হোসেনপুর ও গফরগাও উপজেলা এবং পশ্চিমে ত্রিশাল উপজেলা।
জেলা সদর হতে দূরত্ব   ৪৭ কি:মি:
আয়তন   ৩২৬.১৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা   ০৪,০২,৭১৭ জন (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)
  পুরুষ ২,০১,১৯২ জন
  মহিলা ২,০১,৫২৫ জন
লোক সংখ্যার ঘনত্ব   ১,২৩৭ জন (প্রতি বর্গ কিলোমিটারে)
মোট ভোটার সংখ্যা   ২,২৯,৬৭৩ জন
  পুরুষভোটার সংখ্যা ১,১৩,৬০২ জন
  মহিলা ভোটার সংখ্যা ১,১৬,০৭১ জন

ফটো গ্যালারি