নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় মাসিক কল্যান অপরাধ দমন সভা শনিবার রাত ৮ টায় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে গৌরীপুর সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার শাকের হোসেন সিদ্দিকী। সভায় প্রধান অতিথি থানার পুলিশ সদস্য ও সদস্যাদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগনের শোষক নয়, সেবক হিসেবে কাজ করতে হবে। তাহলেই জনগনের আস্থা অর্জন করা সম্ভব। তিনি সকল পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায় নিষ্ঠা সততার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। সভায় নান্দাইল মডেল থানার সকল এস.আই ও এ.এস. আই সহ পুলিশ সদস্য/সদস্যারা উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS